ফারদিনের বাবার করা হত্যা মামলার এজাহারে যা লেখা আছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর (পরশ) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা কাজী নূর উদ্দিন বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলা করেছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মামলাটি করেন। মামলায় ফারদিন নূরের বান্ধবী আয়াতুল্লাহ্ বুশরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার সকালে রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ৪ নভেম্বর বেলা তিনটার দিকে ফারদিন নূর ডেমরার কোনাপাড়া এলাকার বাসা থেকে বুয়েটের উদ্দেশ্যে বের হন। পরদিন ৫ নভেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় অংশ নিয়ে বাসায় ফিরে মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তাঁর। পরবর্তীতে তাঁরা (মা–বাবা) জানতে পারেন, ফারদিন নূর পরীক্ষায় অংশ নেননি এবং তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুয়েটের শিক্ষক ও ফারদিনের সহপাঠীরা তাঁর মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাচ্ছেন না, তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে তাঁরাও (মা–বাবা) মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তাঁরা। এরপর কাজী নূর উদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তীরন্দাজ বাংলা ভাষায় প্রকাশিত শিল্প সাহিত্য সংস্কৃতির আন্তর্জাতিক অনলাইন পত্রিকা

Edtior's Picks

Latest Articles

Copyright 2022 – Teerandaz

http://www.pixelsdigital.netDeveloped by Pixels Digital